শিক্ষক দিবস কি শুধু একটি দিন, যেই দিনে শিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে কথা বলতে হয়? নাকি নতুন জাতীয় শিক্ষানীতিতে স্কুল স্তরে এবং উচ্চ শিক্ষায় কী কী বদল হয়েছে, তা নিয়েও আলোচনা চলতে পারে? নয়া জাতীয় শিক্ষানীতি : শিক্ষার বিকেন্দ্রীকরণ নয় বাণিজ্যিকীকরণ – ই লক্ষ্য এই বিষয়ে দুই পর্বের এই লেখার দ্বিতীয় পর্ব আজ।
by দেবাশিস মিথিয়া | 05 September, 2024 | 687 | Tags : Teachers Day New Education Policy Higher Education